সারা বাংলা

আল্টিমেটাম দিয়ে চবি ছাত্রলীগের অবরোধ প্রত্যাহার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দুই নেতার ওপর হামলা ও মাধরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগ।

বুধবার (১ জুন) বিকেল পৌনে ৩টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের সঙ্গে আলোচনার পর অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। চবি ছাত্রলীগ নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয় এই তথ্য নিশ্চিত করেছেন। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া জানান, ‘অবরোধের কারণে বুধবারের বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছিলো। দুপুরে হাটহাজারী থানা পুলিশ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে ছাত্রলীগ। পরে তারা অবরোধ প্রত্যাহার করে নেয়। 

তিনি আরো জানান, ‘ছাত্রলীগ নেতাদের উপর হামলার ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে। অন্য অভিযুক্তদেরও আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। অবরোধ প্রত্যাহার হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন যথাসময়ে চলাচল করবে। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকও খুলে দেওয়া হয়েছে। 

চবির দুই ছাত্রলীগ নেতার উপর হামলার ঘটনায় বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস অবরোধ আহ্বান করে ছাত্রলীগ। 

আরো পড়ুন: চবিতে অনির্দিষ্টকালের অবরোধ, ক্লাস-পরীক্ষা বন্ধ