সারা বাংলা

সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে আগুন, নিহত বেড়ে ৪৫

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে, ফায়ার সার্ভিসের ৯ জন রয়েছেন।

রোববার (৫ জুন) বিকেলে অগ্নিকাণ্ডের ঘটনার আপডেট দেয়া হালনাগাদ বোর্ডে এই তথ্য জানায় সীতাকুণ্ড উপজেলা প্রশাসন।

সরেজমিনে দেখা যায়, থেমে থেমে এখনো আগুন জ্বলছে কন্টেইনারগুলোতে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিটের সঙ্গে যোগ দিয়েছে সেনাবাহিনীর ১টি ইউনিট।

সীতাকুণ্ড উপজেলা প্রশাসন জানায়, অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা ৪৫ জন দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২০০ জন।

ঘটনাস্থলে যৌথভাবে কাজ করছে চট্টগ্রাম জেলা প্রশাসন, সীতাকুণ্ড উপজেলা প্রশাসন, র‍্যাব, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট, সিপিপি ও স্থানীয় বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের কর্মীরা।

উল্লেখ্য, শনিবার (৪ জুন) রাত ৯টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি কনটেইনার ডিপোতে বিকট বিস্ফোরণ ঘটে। দ্রুত চারদিকে আগুন ছড়িয়ে পড়ায় বহু হতাহতের ঘটনা ঘটে। এখন পর্যন্ত ৪৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আরো পড়ুন: সীতাকুণ্ডে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৪৪