সারা বাংলা

এখনো খোঁজ মেলেনি ইজিবাইক চালক শিমুলের

সাতক্ষীরায় গত দুই সপ্তাহ ধরে নিখোঁজ ইজিবাইক চালক আরিফুজ্জামান শিমুলকে (২২) এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। গত ২৪ মে থেকে তিনি নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ সদর উপজেলার শিমুল উত্তর রাজারবাগান গ্রামের হোসেন আলী গাজীর ছেলে। 

নিখোঁজ শিমুলের বাবা হোসেন গাজী জানান, শিমুল ২৪ মে সকাল ৯ টার দিকে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে। এমনকি তার ব্যবহৃত ফোন নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে। অনেক খোঁজাখুজির পরেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পায়নি আমরা। পরে আমরা ২৬ মে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। যার নম্বর-১৬৭০। কিন্তু এখনো তার সন্ধান মেলেনি।’

তিনি আরো বলেন, ‘আমার দুই ছেলে। বড় ছেলে মালেশিয়ায় থাকে। আর ছোট ছেলে শিমুলই এখন আমাদের সব। আমার বয়স হয়েছে। আগের মতো আর কাজ করতে পারিনা। আমার ছেলের উপার্জিত অর্থ দিয়েই চলছিল সংসার। ছেলেটি নিখোঁজ হওয়ায় সংসারের এখন বেহাল অবস্থা।’

হোসেন গাজী বলেন, ‘নিখোঁজের দিন শিমুল সবুজ রঙের ফুল হাতা শার্ট এবং নীল রঙের জিন্সের প্যান্ট পরা ছিল। ওর গায়ের রঙ শ্যামলা, উচ্চতা-৫ ফুট ৪ ইঞ্চির মতো।’ 

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত)  বিশ্বজিৎ অধিকারী বলেন, ইজিবাইক চালকের বাবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি তদন্তাধীন। যুবকটিকে উদ্ধারের বিষয়টিকে আমরা গুরুত্বের সঙ্গেই দেখছি।