সারা বাংলা

আটকের পর মুক্ত ১০ জেলে

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের দায়ে ১০ জেলেকে আটক করে নৌ-পুলিশ।

মঙ্গলবার (৭ জুন) সন্ধ্যায় চর বিজয় সংলগ্ন সাগর থেকে তাদের আটক করা হয়। পরে রাত দুইটার দিকে এসব জেলেদের কাছ থেকে সামুদ্রিক মৎস্য আইন-২০২০ এর বিভিন্ন ধারায় ৭৪ হাজার টাকা অর্থদণ্ড আদায় করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা। পরে তারা নিষেধাজ্ঞাকালীন সাগরে আর মাছ শিকার করবে না মর্মে মুচলেখা দিলে রাতেই তাদের ছেড়ে দেওয়া হয়।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ জানান, নিষেধাজ্ঞাকালীন যারা মাছ শিকার করছে তাদের বিরুদ্ধে নৌ-পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, সামুদ্রিক মাছের প্রজনন ও সংরক্ষণে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মৎস্য বিভাগ।