সারা বাংলা

পাট চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পাট চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের। ভালো দাম পাওয়ায় অনেকেই এখন পাট চাষ করে নিজেদের ভাগ্য বদলানোর স্বপ্ন দেখছেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ৩ হাজার ৫০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে আবাদ করা হয়েছে ৩ হাজার ১৪০ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রার চেয়েও ৯০ হেক্টর বেশি জমিতে পাট চাষ করা হয়েছে।

বুধবার (৮ জুন) সরেজমিনে দেখা যায়, উপজেলার চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে পাট চাষ করা হয়েছে। মাঠের পর মাঠ চাষিরা পাট গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন।

কৃষকরা জানান, বর্তমানে সরকারের উদ্যোগে দেশ-বিদেশে পাট ও পাটজাত পণ্যের চাহিদা বেড়েছে। বিগত সময়ে পাট চাষ করে লোকসান গুনলেও এখন ভালো লাভ হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শাহাদুল ইসলাম বলেন, ‘পাটের বিভিন্ন রোগ ও পোকা দেখা দিলে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া ভালো দাম পাওয়ায় পাট চাষে আগ্রহ বেড়েছে চাষিদের।’