সারা বাংলা

এবার বরগুনা সিভিল সার্জন অফিসে আগুন

বরগুনা সিভিল সার্জন অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী খান নাঈম বলেন, ‘সিভিল সার্জন অফিসে হঠাৎ আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে তারা ঘটনাস্থলে এসে ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।’

বরগুনার সিভিল সার্জন ডা. ফজলুল হক বলেন, ‘আমাদের অফিসের নতুন ভবনের জেনারেটর রুমে একটি কুলিং ফ্যানের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের ক্ষতি ছাড়াই আগুন নিয়ন্ত্রণে আসে।’

এর আগে, গত বছরের ৩০ জুলাই একই ভবনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল। সে সময় করোনার ভ্যাকসিন রাখা একটি ফ্রিজ সম্পূর্ণ পুড়ে যায়।

উল্লেখ্য, সম্প্রতি চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বহু মানুষের মৃত্যু হয়।