সারা বাংলা

‘পদ্মা সেতু হওয়ায় বাংলাদেশের শত্রুদের গাত্রদাহ হচ্ছে’

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু বলেছেন, ‘দেশের দক্ষিণাঞ্চলের ২৭ জেলার মানুষ পদ্মা সেতু উদ্বোধনের অপেক্ষায় অধীর আগ্রহে আছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ জুন পৃথিবীর ১১ তম দীর্ঘ সেতু উদ্বোধন করতে যাচ্ছেন। পদ্মা সেতু হওয়ায় বাংলাদেশের শত্রুদের গাত্রদাহ হচ্ছে।’

শুক্রবার (১০ জুন) দুপুর ৩টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার পরাণগঞ্জ ইউনিয়নের অমরিকাগঞ্জ কলেজ মাঠে  উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত কর্মী সভায় এসব কথা বলেন তিনি।

আফজালুর রহমান বাবু বলেন, ‘বিএনপি'র মির্জা ফখরুল সাহেব বলেন খালেদা জিয়া নাকি পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এ ধরনের মিথ্যা কথা বলার শেষ  থাকা উচিত। মির্জা ফখরুল বলেন খালেদা জিয়া নাকি মুক্তিযোদ্ধা, আবার বলেন তারেক জিয়া নাকি শিশু মুক্তিযোদ্ধা ছিলেন এভাবে কথা বলে বিএনপি হাস্যরসের পার্টিতে পরিণত হয়েছে।’

তিনি আরো বলেন, ‘পদ্মা সেতুর বিরুদ্ধে ড. ইউনুস হিলারি ক্লিনটনকে যেসব ইমেইল পাঠিয়েছেন, সেগুলো আজ প্রকাশিত হয়ে গেছে। ৭০ বছর বয়সে তিনি আইন ভঙ্গ করে ব্যাংকের এমডি থাকতে চান। পদ্মা সেতুর নির্মাণ বন্ধ করতে তিনি দুর্নীতির ধুম্রজাল সৃষ্টি করেছেন। কানাডার আদালত বলেছে যে প্রকল্পে একটি টাকাও ছাড় হয়নি সে প্রকল্পে দুর্নীতি হয় কিভাবে? বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধ করেও পদ্মাসেতু নির্মাণ বন্ধ করতে পারেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছেন।’ 

ময়মনসিংহ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইঞ্জিনিয়ার রাজীবুল আলম বিপ্লবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীনুর রহমান সাগরের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ আলী আকন্দ, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মোরশেদ উল আলম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রেজাউল হাসান বাবু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট এবিএম নুরুজ্জামান খোকন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক মন্ডল, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবদুল আউয়াল মিন্টু প্রমুখ।

লেখক:  উপ দপ্তর সম্পাদক, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।