সারা বাংলা

গাইবান্ধায় বাড়ছে নদ-নদীর পানি 

উজানের ঢল ও বৃষ্টির কারণে গাইবান্ধার সবগুলো নদ-নদীর পানি বাড়ছে।  

শনিবার (১১ জুন) সকালে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের কন্টোল রুম থেকে জানা গেছে, ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদীর পানি ২৩ সেন্টিমিটার, ঘাঘটে ২৩ সেন্টিমিটার, তিস্তায় ২ সেন্টিমিটার, করতোয়া নদীর পানি ৬৩ সেন্টিমিটার বেড়েছে। 

পানি বাড়ার কারণে সুন্দরগঞ্জের তারাপুর, লখিয়ারপাড়া, বেলকা, হরিপুর, লাল চামার, গাইবান্ধার চরগুপ্তমনি, কঞ্চিপাড়া, রসুলপুরসহ বেশ কয়েকটি চরে পানি উঠেছে। এসব চরে পোটল, চিচিংগা, ঢেড়সসহ বিভিন্ন সবজি ক্ষেতে পানি প্রবেশ করেছে। ফুলছড়ি, সাঘাটা, গাইবান্ধা সদর ও সুন্দরগঞ্জ উপজেলার তিন নদীর তীরবর্তী এলাকার লোকজন বন্যার আশঙ্কা করছেন।

গাইবান্ধা সদর উপজেলার ব্রহ্মপুত্র নদীর চরাঞ্চল বেষ্টিত মোল্লারচর ইউনিয়নের চেয়ারম্যান সাইদুজ্জামান সরকার জানান, এবার যে হারে পানি বাড়ছে তাতে চরাঞ্চলের ৪ লাখ মানুষের কী হবে বলা যাচ্ছে না।

কামারজানি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম জাকির বলেন, আমার বাড়িও চরের মধ্যে। চারপাশে নদী আর মাঝখানে আমরা।

তিনি বলেন, নদীর পানি ব্যাপকভাবে বাড়ছে। নদীতে স্রোত বেড়েছে। সে কারণে চরের এক পাশে ভাঙন শুরু হয়েছে। অন্যদিকে চরের নিচু এলাকাগুলোতে প্রচুর শাক-সবজির চাষ করা হয়েছিলো। পানি প্রবেশ করায় সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে।