সারা বাংলা

পটুয়াখালীতে মধ্যরাতে শেষ হচ্ছে ইউপি নির্বাচনের প্রচারণা

উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে শেষ সময়েও প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। তবে অভ্যন্তরীন যোগাযোগ ব্যবস্থাসহ বিদ্যমান নানা সমস্যার সমাধানে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে চান ভোটাররা। এদিকে সুষ্ঠ নির্বাচন নিয়ে শঙ্কায় রয়েছেন অধিকাংশ প্রার্থী। তবে গ্রহনযোগ্য নির্বাচন উপহার দেওয়ার লক্ষে নির্বাচনী মাঠে বিপুল সংখ্যক আইনশৃংখলা বাহিনী থাকবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা।

এদিকে আজ সোমবার (১৩ জুন) মধ্যরাত থেকে শেষ হচ্ছে পটুয়াখালীর ৮ ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণা। 

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ১৫ জুন জেলার সদর উপজেলার জৈনকাঠী, কালিকাপুর, ইটবাড়িয়া, লাউকাঠী ও মৌরকরন ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া দশমিনা উপজেলার চরবোরহান এবং কলাপাড়া উপজেলার ধুলাসার ও লতাচাপলী ইউনিয়নে ভোটগ্রহণ করা হবে। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ৭২ টি ওয়ার্ডের ৮২ টি কেন্দ্রে ইলেট্রনিক মেশিন ইভিএম-এ  ভোট গ্রহণ চলবে। 

এই নির্বাচনে ১ লাখ ৯ হাজার ৪৪৯ জন ভোটার তাদের ভোটধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে ৮ চেয়ারম্যান পদের বিপরীতে ৪৩ জন প্রার্থী,  ৭২ জন সাধারন ইউপি সদস্যের বিপরীতে ২৯১ জন প্রার্থী ও ২৪ সংরক্ষিত নারী পদের বিপরীতে ১০১ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

ধুলাসার ইউনিয়নের ভোটর মাসুদ মিয়া বলেন, ‘ইভিএম-এ এই প্রথম ভোট দেবো। আমার পছন্দের প্রার্থীকেই ভোট দেবো।’ 

অপর ভোটার রহমান মিয়া বলেন, ‘আমাদের এলাকার বেশির ভাগ রাস্তাঘাট এখনও কাঁচা। যে আমাদের এলাকার উন্নয়নে কাজ করবে তাকেই আমরা নির্বাচিত করতে চাই। কোনো ধরনের বাঁধা বিপত্তি না থাকলে ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেবো।’ 

ধুলাসার ইউনিয়নের আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী প্রিন্স খলিফা বলেন, ‘প্রচার প্রচরণার শুরু হওয়ার পর থেকেই আমার কর্মী সমর্থকদের নানাভাবে হুমকি ধামকি এবং মারধর করা হয়েছে। এছাড়া আমার প্রচারণার মাইকও ভাঙচুর করা হয়েছে। বর্তমানে সুষ্ঠ নির্বাচন নিয়ে অনেকটা শঙ্কায় রয়েছি।’ 

লতাচপলী ইউনিয়নের আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শফিকুল আলম শফী বলেন, ‘নৌকা মার্কার প্রার্থীর ভাই ও তার নেতাকর্মীরা আমার কর্মীদের প্রচারে বাঁধা দিচ্ছে। এছাড়া কয়েক দফায় আমার কর্মীদের মারধর করা হয়েছে। আমরা একটি সুষ্ঠ নির্বাচন চাই।’ 

লতাচাপলী ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আনসার মোল্লা বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ বানায়োট। কিন্তু প্রতিদ্বন্দ্বি  প্রার্থীর কর্মীরা আমার সমর্থকদের ওপর হামলা চালাচ্ছে। সুষ্ঠু নির্বাচন হলে আমার জয় নিশ্চিত।

মহিপুর থানার ওসি আবুল খায়ের বলেন, ‘১৫ জুন মহিপুর থানার অধীনে ধুলাসার ও লতাচাপলী ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণের সার্বিক নিরাপত্তায় আমাদের সদস্যরা মাঠে কাজ করছে।’ 

পটুয়াখালী জেলা নির্বাচন কর্মকর্তা খান আবি মোহাম্মদ শাহানুর খান বলেন, ‘অবাধ, সুষ্ঠ ও গ্রহনযোগ্য নির্বাচন উপহার দেওয়ার লক্ষে নির্বাচনী মাঠে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। আশা করছি নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পন্ন হবে।’