সারা বাংলা

সিদ্ধিরগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ২০

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে উপজেলায় আদমজী বিহারি ক্যাম্পের বাসিন্দাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।  এতে অন্তত ২০ জন আহত হয়েছে বলে জানা গেছে।

সোমবার (১৩ জুন) সকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সিদ্ধিরগঞ্জের আদমজী মসজিদে শুক্রবার খুদবার সময় পুলিশের উপ-পরিদর্শকের উপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ৫০ জনের নাম ও নাম না জানা ১২৫ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করে পুলিশ। এ মামলায় রোববার রাতে কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনার প্রতিবাদে সোমবার (১৩ জুন) সকালে ক্যাম্পের বাসিন্দার নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে শুরু করেন। এসময় রাস্তার দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে সড়ক থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে ক্যাম্পের বাসিন্দারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে ২০জন আহত হন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমির খসরু জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।