সারা বাংলা

রাজবাড়ীতে সাংবাদিকদের মানববন্ধন

ঢাকায় গ্লোবাল টেলিভিশন ভবনে দুর্বৃত্তদের চালানো হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে রাজবাড়ী জেলার সংবাদিকরা।

বৃহস্পতিবার (১৬ জুন) সকাল ১১টার দিকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুর জব্বার, বাংলানিউজ টুয়েন্টিফর ডট কমের রাজবাড়ী প্রতিনিধি আব্দুল কুদ্দুস বাবু, গ্লোবাল টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি রবিউল ইসলাম, একাত্তর টিভির জেলা প্রতিনিধি মেহেদী হাসান, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি দেবাশিষ বিশ্বাস, বিজয় টিভির জেলা প্রতিনিধি আব্দুল আল মামুন প্রমুখ।

মানববন্ধনে রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মোহম্মদ জহুরুল হক বলেন, সাংবাদিকের কলম স্বাধীন। সত্য ঘটনা তুলে ধরায় সাংবাদিকের কাজ। সংবাদ কার পক্ষে গেল নাকি বিপক্ষে সেটা সাংবাদিকের দেখার বিষয় না। গ্লোবাল টেলিভিশনের ভবনে হামলা একটা ন্যাক্কারজনক ঘটনা। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। 

জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুর জব্বার বলেন, বর্তমান সরকার গণমাধ্যমকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে। সাংবাদিকদের কলম উন্মুক্ত করেছে।  স্বাধীনতাবিরোধী একটি শক্তি গণমাধ্যমের ওপর হামলা করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে।

প্রসঙ্গত, মঙ্গলবার (১৪ জুন) সকালে রাজধানীতে গ্লোবাল টেলিভিশনের অফিসে হামলা হয়। এ ঘটনায় চ্যানেলটির গাড়ি চালক ইকবাল আহত হন। এছাড়া হামলাকারীরা চ্যানেলটির দুটি ক্যামেরা ভাঙচুর করে।