সারা বাংলা

প্রবল বর্ষণে হবিগঞ্জে জলাবদ্ধতা

টানা বর্ষণে হবিগঞ্জ জেলা শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শহরের বেশিরভাগ বাড়িতে পানি ঢুকে পড়েছে। এমনকি পানি ঢুকেছে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বাসভবনেও। এ অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন শহরের বাসিন্দারা।

শুক্রবার (১৭ জুন) ভোর থেকে হবিগঞ্জে প্রবল বর্ষণ শুরু হয়। এতে জেলা শহরের সবচেয়ে উঁচু স্থান বাণিজ্যিক এলাকা, পুরানমুন্সেফী, বদিউজ্জামান খান সড়ক, সার্কিট হাউজ সড়ক, পানি উন্নয়ন বোর্ডের সামনের রাস্তা, উত্তর, দক্ষিণ ও পূর্ব শ্যামলী, কালিবাড়ি ক্রস রোড, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বাসভবন, শায়েস্তানগর, মোহনপুরসহ প্রায় সবগুলো এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।

একইভাবে জেলার বিভিন্ন উপজেলায় নিচু ঘর-বাড়ি ও হাটবাজারে জলাবদ্ধতা দেখা দিয়েছে। পানি বাড়ায় অনেক স্থানে নৌকা চলাচল শুরু হয়েছে।

জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, ‘সকাল থেকেই বন্যা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা চলছে। কেউ জলাবদ্ধ অবস্থায় থাকলে অথবা খাদ্য বা ঔষধ সহায়তার প্রয়োজন হলে তাৎক্ষণিক ৩৩৩ এ কল করার জন্য অনুরোধ করা যাচ্ছে।’