সারা বাংলা

সিরাজগঞ্জে যমুনার পানি বিপৎসীমার ওপরে

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও তিন দিনের টানা ভারী বর্ষণে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে সিরাজগঞ্জের দুটি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী নাসির উদ্দিন শনিবার (১৮ জুন) সন্ধ্যায় জানান, জেলার কাজীপুর পয়েন্টে যমুনার পানি গত ১২ ঘণ্টায় ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে এবং সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ এলাকায় বিপৎসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। 

পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক হাসানুর রহমান জানান, সকালে কাজীপুরের মেঘাই পয়েন্টে যমুনার পানি বিপৎসীমা অতিক্রম করে। সন্ধ্যায় সিরাজগঞ্জ হার্ডপয়েন্ট এলাকায় গত ১২ ঘণ্টায় ১০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।

পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার কাজীপুর, বেলকুচি, চৌহালী, উল্লাপাড়া ও শাহজাদপুর উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হতে শুরু করেছে। সেইসঙ্গে জেলার অভ্যন্তরীণ ফুলজোড়, ইছামতি, করতোয়া, বড়ালসহ অন্যান্য নদী ও খাল-বিলের পানি বেড়েই চলেছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, এভাবে পানি বৃদ্ধি পেতে থাকলে নদীর তীরবর্তী এলাকায় বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। পানি উন্নয়ন বোর্ড নদী ভাঙনরোধসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।