সারা বাংলা

বরিশালে শিক্ষকের উপর হামলার অভিযোগ

বরিশাল নগরীর সরকারি ব্রজমোহন (‌বিএম) কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ‌্যাপক ত‌রিকুল ইসলামের উপর হামলার অভিযোগ উঠেছে। আহতাবস্থায় তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (১৯ জুন) বিকেলে এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক থানায় মামলা করেছেন।

ত‌রিকুল ইসলাম বলেন, ‘বরিশাল নগরীর শীতলা খোলা এলাকায় একটি ফ্লাট কিনি আমি। পরিকল্পনা অনুযায়ী আমাদের মূল সিঁড়ি দি‌য়ে ভবনে প্রবেশের কথা থাকলেও জমির মালিক মামুনের কারণে ইমার্জেন্সি সিঁড়ি দি‌য়ে চলাফেরা কর‌তে হ‌তো। তিনি মূল সিঁড়ির জায়গায় দেয়াল তুলে অবৈধভাবে একটি কমিউনিটি সেন্টার গড়ে তুলে‌ছিলেন।’

তিনি বলেন, ‘ডেভেলপার নজরুল ইসলামকে বিষয়‌টি জানালে তিনি সিটি কর্পোরেশনে অভিযোগ দেন। তিনবার নো‌টিশ দেয়ার পর মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহর নির্দেশে গত ৩০ মে ভবনে ঢোকার মূল পথে গড়ে তোলা দেয়াল সিটি কর্পোরেশন ভেঙে ফেলে। যে কারণে মামুন আমার উপর ক্ষিপ্ত ছিল।’

ত‌রিকুল বলেন, ‘শনিবার (১৮ জুন) সন্ধ্যায় মামুনসহ আরো কয়েকজন আমার উপর অতর্কিত হামলা চালায়। এতে গুরুতর আহত হই। স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি ক‌রে। এ ঘটনায় আজ বিকেলে থানায় মামলা করেছি।’

সরকারি ব্রজমোহন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক আলা‌মিন সরোয়ার বলেন, ‘কলেজের শিক্ষক ত‌রিকুল ইসলামের উপর হামলার ঘটনায় জরুরি বৈঠকে বসেছি। বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হবে।’

ব‌রিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল ক‌রিম বলেন, ‘শিক্ষক ত‌রিকুল ইসলামের উপর হামলার ঘটনায় মামলা রুজু হয়েছে। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।’