সারা বাংলা

চট্টগ্রামে পাহাড় ধস ও বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৩

চট্টগ্রাম মহানগরীতে পাহাড় ধসে এবং বিদুৎস্পৃষ্ট হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুন) ভোরে নগরীর পাঁচলাইশ থানার কাতালগঞ্জ এবং ষোলশহর এলাকায় এ দুটি ঘটনা ঘটে। 

কাতালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জন এবং ষোলশহরে পাহাড় ধসে এক শিশু মারা গেছে। 

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিন জানান, কাতালরগঞ্জ আবাসিকের ১ নম্বর গলির একটি বাড়ির নিচতলায় পানি ওঠে। এসময় ওই বাড়ির কেয়ারটেকার আবু তাহের নিচতলায় থাকা আইপিএস বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে গেলে হোসেন নামের আরও এক ব্যাক্তি বিদ্যুতে জড়িয়ে যান। পরে গুরুতর অবস্থায় দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

এদিকে ষোলশহর চশমাহীল আবাসিকে মামুন কলোনী এলাকায় পাহাড় ধসে মোহাম্মদ রায়হান (১২) নামের এক শিশু নিহত হয়েছে। ভোরের দিকে বাবার দোকানে ঘুমন্ত অবস্থায় পাহাড় ধসে পড়লে এই শিশু চাপা পড়ে। 

পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

আরো পড়ুন: পাহাড়ে অবৈধ বসতি উচ্ছেদে অভিযান শুরু করেছে প্রশাসন

চট্টগ্রামে পাহাড় ধসে নিহত ৪