সারা বাংলা

পদ্মা সেতু: কুয়াকাটায় আনন্দ মিছিল

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সমুদ্র কন্যা হিসেবে পরিচিত পটুয়াখালীর কুয়াকাটায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। 

বুধবার (২২ জুন) সকালে আনন্দ মিছিলটি পৌরসভা চত্ত্বর থেকে শুরু হয়ে সৈকত ও রাখাইন মার্কেট এলাকা প্রদক্ষিণ করে পৌর ভবনের সামনে এসে শেষ হয়। 

পৌরসভার উদ্যোগে আয়োজিত আনন্দ মিছিলে অংশ নেন কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন (টোয়াক), হোটেল মালিক সমিতি, শ্রমিক লীগ, ট্যুর গাইড, রেস্টুরেন্ট মালিক সমিতি, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সংগঠনের কর্মী ও  সাধারণ মানুষ।

পরে আয়োজিত এক সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী পদ্মা সেতু নির্মাণ করে এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন। তাই আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি।

উল্লেখ, ১০ বছর আগেও কুয়াকাটা থেকে ঢাকা যেতে পাড়ি দিতে হতো অন্তত ১২টি ফেরি। পর্যাক্রমে এসব নদীর উপর সেতু নির্মাণ হলেও দক্ষিণাঞ্চলের মানুষের ভোগান্তির অপর নাম ছিলো মাওয়া ফেরিঘাট। ঘণ্টার পর ঘণ্টা ফেরির জন্য এ ঘাটে বসে থাকতে হতো ঢাকাগামী যাত্রীদের। তবে পদ্মা সেতু উদ্বোধনের ফলে এসব অঞ্চলের মানুষের ভোগান্তির অবসান ঘটবে।