সারা বাংলা

কিশোরগঞ্জে আ.লীগের ২ গ্রুপে সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ২০

কিশোরগঞ্জের পুলেরঘাটে আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৩ জুন) বিকেলে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সারোয়ার জাহান সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেছেন। ওসি জানান, পাকুন্দিয়া-কটিয়াদী আসনের সাবেক সংসদ সদস্য সোহরাব উদ্দিনের সমর্থকরা সকালে আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান আয়োজন করে পাকুন্দিয়া বাজারে। সেই অনুষ্ঠানে যোগ দিতে মিছিল নিয়ে যাওয়ার পথে পুলেরঘাটে হামলা চালায় বর্তমান সংসদ সদস্য নূর মোহাম্মদের সমর্থকরা। এতে টেলিভিশন চ্যানেলের সাংবাদিকসহ ২০ জন আহত হয়। একটি জাতীয় দৈনিকের সাংবাদিকের মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

ওসি সারোয়ার জাহান বলেন, সংঘর্ষে ইটের আঘাতে চ্যানেল24 এর সাংবাদিক খাইরুল আলম ফয়সাল মাথা ফেটে রক্তাক্ত হয়। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

পরে পুলিশ অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার পরিস্থিতি থমথমে রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।