সারা বাংলা

কক্সবাজারে পদ্মার গান নিয়ে মঞ্চ মাতালেন মেহরিন

"পদ্মা সেতু বাংলাদেশের অহংকার, পদ্মা সেতু তোমার-আমার, সবার। ঢোল বাজে ঢোল বাজে বাংলাদেশের ঢোল...." পপ শিল্পী মেহরিনের এ গানে মুখরিত কক্সবাজারের শহীদ দৌলত ময়দান।

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের দিনটি স্মরণ রাখতে কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গেয়ে দর্শকদের আনন্দ দিলেন এ পপ শিল্পী।

শনিবার (২৫ জুন) রাত সাড়ে ৯টায় শহরের শহীদ দৌলত ময়দান পাবলিক লাইব্রেরীর মাঠে হাজারো দর্শকদের উপস্থিতিতে শুরু হয় মেহরিনের সঙ্গীত পরিবেশনা।

অনুষ্ঠানে দেশাত্মবোধক গান ও পপ গানে দেশের উন্নয়নের কথা তুলে ধরেন তিনি।

এদিন সকাল থেকে জেলা প্রশাসনের দিনব্যাপী কর্মসূচী ছিল। আনন্দ শোভাযাত্রা, র্যালি ও আলোচনা সভা শেষে রাতে ওই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান, কক্সবাজারের সাবেক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহজাহান আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম প্রমুখ।