সারা বাংলা

৩ ঘণ্টা পর উদ্ধার মাঝ নদীতে আটকা ফেরি

শিমুলিয়া-মাঝিকান্দি নৌ-রুটে মাঝ নদীতে ডুবোচরে আটকে পড়া ‘ফেরি কুঞ্জলতা’ ৩ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। সোমবার (২৭ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমদ।

তিনি বলেন, ‘শিমুলিয়া-মাঝিকান্দি নৌ-রুটে মোটরসাইকেল পারাপারের জন্য ফেরি চালু রাখার সিদ্ধান্ত হয়েছিল। সকাল সোয়া ১০টার দিকে দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে ‘ফেরি কুঞ্জলতা’ শরীয়তপুরের জাজিরার পাইনপাড়া অংশের চ্যানেল মুখে ডুবোচরে আটকা পড়ে। পরে ড্রেজিংয়ের মাধ্যমে ৩ ঘণ্টা পর ফেরিটি উদ্ধার করা হয়।’

ফয়সাল আহমেদ আরো বলেন, ‘মাঝ পদ্মায় যতদিন নাব্য সংকট দূর না হচ্ছে ততদিন ফেরি চলাচলে বিঘ্ন ঘটবে। তাই নিয়মিত ড্রেজিং করা উচিত।’