সারা বাংলা

ছুরিকাঘাতে মৃত তরুণীকে হাসপাতালে রেখে গেলেন কয়েকজন

সাভার পৌরসভা এলাকায় ছুরিকাঘাতে মৃত এক তরুণীকে (২০) হাসপাতালে নিয়ে আসেন কয়েকজন। এরপর মরদেহটি রেখে তারা চলে যান। তবে সেই নিহত তরুণীর নাম-পরিচয় কিছুই জানাতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ বা পুলিশ।  

সোমবার (২৭ জুন) রাত নয়টার দিকে শিমুলতলা এলাকার ইবনে সিনা হাসপাতালের সামনে থেকে তার মরদেহ সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

মঙ্গলবার (২৮ জুন) সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা ইউসুফ আলী।

তিনি জানান, গতকাল রাত ৯ টার দিকে কয়েকজন লোক ছুরিকাঘাতে মৃত তরুণীকে হাসপাতালে রেখে চলে যায়। পরে ডাক্তাররা পরীক্ষা করে দেখেন সেই তরুণী অনেক আগে থেকেই মৃত ছিলো। এরপর রাত থেকে আজ সকাল পর্যন্ত মরদেহ হাসপাতালেই রয়েছে। পুলিশকে খবর দেওয়া হয়েছিলো গতকালকেই, পুলিশ এসেছিলো। আজ আবার পুলিশ আসছে। মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে। নিহতের পরিচয় বা বিস্তারিত তথ্য কিছু জানা যায়নি।

এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহিদ বলেন, নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এ কারণে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে আসছেন।  এ বিষয়ে সাভার থানায় একটি মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

ঢাকা জেলা পিবিআইয়ের উপপরিদর্শক সালেহ ইমরান বলেন, নারীর মুখে, বুকে, পেটে, পায়েসহ দেহের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্ত করার জন্য তার আঙুলের ছাপ সংগ্রহ করা হয়েছে, দ্রুত সময়ের মধ্য পরিচয় জানা যাবে।