সারা বাংলা

সাধারণ আনসার বাহিনীর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত 

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাধারণ আনসার ৫ম ধাপের (পুরুষ) সদস্যদের সমাপনী  কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে সালাম গ্রহণ করেন বাহিনীটির মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম। 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আনসার ও ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট অতিরিক্ত মহাপরিচালক মো. সামছুল আলম, উপ-মহাপরিচালক (প্রশাসন) কর্নেল মোহাম্মদ রফিকুল ইসলাম, উপ-মহাপরিচালক (অপারেশনস) এ কে এম জিয়াউল আলমসহ বাহিনীর অন্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা। 

মোট ১ হাজার ৭৪ জন  প্রশিক্ষার্থীদের মধ্যে ড্রিল-এ শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করেন আহসান হাবিব, ফায়ারিং-এ সেরা নুর ইসলাম এবং সব মিলিয়ে চৌকস প্রশিক্ষণার্থীর পুরস্কার লাভ করেন মো. জুয়েল মিয়া।

মেজর জেনারেল মিজানুর রহমান শামীম বলেন, ‘বর্তমানে সারাদেশে সাড়ে চার হাজারেরও বেশি প্রতিষ্ঠানে প্রায় ৫৪ হাজার সাধারণ আনসার সদস্য অঙ্গীভূত হয়ে দেশের জননিরাপত্তায় অবদান রেখে চলেছেন।’