সারা বাংলা

মাগুরায় ‘১০০ ভরি’ সোনাসহ যুবক গ্রেপ্তার

মাগুরায় ১০০ ভরি সোনার দশটি বারসহ সাকিব হোসেন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (২৯ জুন) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। সাকিব হোসেন যশোরের শার্শা উপজেলার পুটখালী গ্রামের ইয়াজুল ইসলামের ছেলে।

মাগুরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পরিদর্শক কবির আহমেদ বলেন, ‘গোপন সংবাদ পেয়ে চট্টগ্রাম থেকে যশোরগামী ঈগল পরিবহনের বাসে তল্লাশি চালানো হয়। এসময় বাসযাত্রী সাকিব হেসেনের দেহ তল্লাশি করে তার জুতাপর মধ্যে থেকে ১০০ ভরি ওজনের দশটি সোনার বার উদ্ধার হয়।’

তিনি আরো বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাকিব স্বীকার করেছেন, সোনার বারগুলো তিনি ঢাকা থেকে যশোর বহন করে নিয়ে যাচ্ছিলেন। রাতে সোনার বারসহ তাকে সদর থানায় হস্তান্তর করা হবে।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, ‘মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সোনার বারসহ এক চোরকারবারিকে আটক করেছে। থানায় আনা হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’