সারা বাংলা

খোয়াই নদীতে পড়ে ২ শিক্ষার্থীর মৃত্যু

হবিগঞ্জ শহরে খোয়াই নদী পড়ে দুই কিশোরের মৃত্যু হয়েছে। নদীর চোরাবালিতে তলিয়ে তাদের মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে। 

নিহতরা হলে- হবিগঞ্জ সদর উপজেলার যশেরআব্দা গ্রামের সেলিম মিয়ার ছেলে সাগর মিয়া (১৭) ও একই গ্রামের খেলু মিয়ার ছেলে নাহিদ মিয়া (১৪)। 

বৃহস্পতিবার (৩০ জুন) সন্ধ্যার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বিকেলে নাহিদ ও সাগর ফুটবল খেলা শেষে গোসলের জন্য শহরের গরুর বাজার এলাকায় খোয়াই নদীতে গিয়ে ঝাঁপ দেয়। এসময় তারা নরম চোরাবালিতে তলিয়ে গেলে আর উঠতে পারেনি। পরে স্থানীয়রা দু’জনকে তুলে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাগর হবিগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের এসএসসির পরীক্ষার্থী এবং নাহিদ স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তারা নিয়মিত ফুটবল খেলতো এবং সন্ধ্যার দিকে গিয়ে খোয়াই নদীতে গোসল করতো বলে স্থানীয়রা জানিয়েছেন। 

হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলি বলেন, নদীর চোরাবালিতে তলিয়ে দুই কিশোরের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেওয়া হবে।