সারা বাংলা

বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধারের পর অবমুক্ত

হবিগঞ্জে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধারের পর অবমুক্ত করা হয়েছে। রোববার (৩ জুলাই) বিকেলে এটি অবমুক্ত করা হয়।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ হবিগঞ্জের রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরীর নেতৃত্বে এসময় আরো উপস্থিত ছিলেন অফিস স্টাফ জিয়াউল হক রাজু, তাপস ভর, রানা আহমেদ, অনুরঞ্জন অধিকারী। এর আগে, শনিবার (২ জুলাই) রাতে তক্ষকটি উদ্ধার হয়।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, ‘তক্ষক একটি সরীসৃপ প্রাণী। সরীসৃপ অর্থ শীতল রক্তবিশিষ্ট মেরুদণ্ডী প্রাণী, যারা বুকে উপর ভর দিয়ে চলাচল করে। দৈহিক গঠন অনুযায়ী তারা জলে, স্থলে এমনকি গাছ বা দেয়ালে চলাচল করতে সক্ষম। সরীসৃপ প্রাণীরা ক্ষতিকর কীটপতঙ্গ থেকে পরিবেশের উপকারসহ খাদ্যশৃঙ্খলের ধারাবাহিকতা রক্ষা করে।’