সারা বাংলা

মেঘনা ইকোনমিক জোনের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে 

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত মেঘনা ইকেনমিক জোনের একটি কারখানায় লাগা আগুন চার ঘণ্টার চেষ্টা শেষে নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

সোমবার (৪ জুলাই) দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে একই দিন সকাল ৮টার দিকে উপজেলার টিপরদী এলাকায় অবস্থিত কারখানাটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, সকাল কারখানার উত্তর পশ্চিম পাশ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। প্রথমে কারখানার নিজস্ব ফায়ার সার্ভিস কাজ করলেও আগুন বাড়তে থাকায় তা নিভেয়ে ফেলতে ফায়ার সার্ভিসের যোগ দেয়। 

ফায়ার সার্ভিসের মহা-পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন জানান, আগুনের খবর পেয়ে বিভিন্ন ফায়ার স্টেশন থেকে ১১টি, কারখানার নিজস্ব ছয়টি ইউনিট ও অটোমেটিক ভেহিকেল (রোবটিক) দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। চার ঘণ্টার চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আসে। 

তিনি আরো জানান, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে ক্ষয়ক্ষতির পরিমান কতো তা তদন্তের পর বিস্তারিত বলা যাবে। এ ঘটনায় আহত বা নিহতের খবর পাওয়া যায়নি।