সারা বাংলা

ভোমরা স্থলবন্দর দিয়ে ১৬৮৩ মেট্রিক টন পেঁয়াজ আমদানি

আড়াইমাস বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। গত দুইদিনে এ বন্দর দিয়ে দেশে এসেছে ৭০ ট্রাক পেঁয়াজ। এসব ট্রাকে মোট ১ হাজার ৬৮৩ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে।

ভোমরা স্থলবন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরের এখনো ৫০-৬০ ট্রাক পেঁয়াজ বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন আমদানিকারকরা। 

এদিকে পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় দুই একদিনের মধ্যে সাতক্ষীরার বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করবে বলে আশা করছেন  ব্যবসায়ীরা।

বুধবার (৬ জুলাই) সকালে ভোমরা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম মাকছুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

ভোমরা স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক পঙ্কজ দত্ত জানান, প্রায় আড়াই মাস পর আবারো পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এরই মধ্যে ঢাকাসহ দেশের বাজারে এসব পেঁয়াজ পৌঁছে গেছে। দামও কমতে শুরু করেছে।

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম মাকছুদ খান জানান, সোমবার (৪ জুলাই) দুপর থেকে মঙ্গলবার (৫ জুলাই) রাত পর্যন্ত স্থলবন্দরের হিসাব অনুযায়ী ৬৬টি ট্রাকে ১ হাজার ৫৮৭ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ আমদানি হয়। এর আগের দিন অথ্যাৎ রোববার আমদানি করা হয় ৯৬ মেট্রিক টন পেঁয়াজ।

ভোমরা শুল্ক স্টেশনের সহকারী কমিশনার আমীর মামুন জানান, এই স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। গত দুইদিনে ৭০টি ট্রাক পেঁয়াজ নিয়ে ট্রাক ভোমরা বন্দর দিয়ে দেশে প্রবেশ করেছে। কয়েক ট্রাক পেঁয়াজ এখনো ভারত সীমান্তে অবস্থান করছে। যেকোনো সময় ওই ট্রাকগুলো বাংলাদেশে প্রবেশ করবে।