সারা বাংলা

টোল ও চাঁদায় অতিষ্ঠ ব্যবসায়ীদের বাজার বর্জন

মালামাল পরিবহনে অতিরিক্ত টোল আদায় ও চাঁদাবাজির প্রতিবাদে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় কাঁচা বাজার বয়কট ও কোনো ধরনের কাঁচামাল না কেনার সিদ্ধান্ত জানিয়েছেন ব্যবসায়ীরা। 

মঙ্গলবার (৫ জুলাই) কাঁচামাল ব্যবসায়ী সমিতি এ সিদ্ধান্ত নেয়। 

বুধবার (৬ জুলাই) সরেজমিনে দীঘিনালায় গিয়ে কাঁচামাল অবিক্রিত থাকতে দেখা গেছে। ব্যবসায়ীদের এমন সিদ্ধান্তের কারণে বিপাকে পড়েছে উপজেলার স্থানীয় কাঁচামাল বিক্রেতা ও উৎপাদনকারী শত শত কৃষক। এতে বাজারেই নষ্ট হচ্ছে কলা, কাঁঠালসহ নানা ধরনের ফল ও সবজি। 

বাজারের ২ নম্বর যৌথ খামার এলাকার তপন ত্রিপুরা বলেন, ‘আমি ২৩টি কাঁঠাল নিয়ে সাপ্তাহিক হাটে এসেছি। এসে জানতে পারি ব্যবসায়ীরা পণ্য কিনছে না। কাঁচামাল বিক্রি করে আমার সংসার চলে। এসব অবিক্রিত কাঁচামাল আমি এখন কি করবো? আমার অনেক টাকার ক্ষতি হবে।’

উপজেলার দুর্গম কাটারংছড়া এলাকার সঞ্জয় ত্রিপুরা বলেন, ’আমি অনেকদূর থেকে বাগানের ৪০টি কাঁঠাল নিয়ে বিক্রি করতে এসেছি। এখননো একটি কাঁঠালও বিক্রি করতে পারিনি।’

উপজেলা কাঁচামাল ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আমিনুর রহমান বাচা জানান, ‘মালপত্র পরিবহনে পথে পথে পৌরসভা, বাজার ফান্ডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নামে অতিরিক্ত টোল আদায় এবং পুলিশ ও আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর বেপরোয়া চাঁদাবাজির কারণে ব্যবসায়ীরা অতিষ্ঠ। এসব না দিলে ব্যবসায়ী ও গাড়ির ড্রাইভাররা দুর্ব্যবহার ও হয়রানির শিকার হন।’

তিনি আরো জানান, ‘সমস্যা সমাধানে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর দরখাস্ত করেছি। সমস্যার সুরহা না হলে আমরা কাঁচামাল কিনে তো আর পঁচাতে পাড়বো না।’