সারা বাংলা

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ৯ জেলেকে জরিমানা 

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের সময় ৯ জেলেকে আটক করে নৌ-পুলিশ। এ সময় তাদের ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (৬ জুলাই) দুপুরে কুয়াকাটা সী-বিচের কম্পিউটার সেন্টার পয়েন্ট থেকে এসব জেলেদের আটক করা হয়। 

পরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা আটককৃত জেলেদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেন।  নৌ-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুয়াকাটা সমুদ্র সৈকতের সী-বিচ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাছ ধারতে থাকা অবস্থায় জেলেদের আটক করা হয়। 

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার মোর্শেদ জানান, নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে নৌ-পুলিশের অভিযান অব্যাহত থাকবে। 

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, সামুদ্রিক মৎস্য আইনে এসব জেলেদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। নিষেধাজ্ঞাকালীন তারা সমুদ্রে আর মাছ ধরবেনা বলে মুচলেখা দিয়েছেন।

উল্লেখ্য, সামুদ্রিক মাছের বাঁধাহীন প্রজনন ও সংরক্ষণে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সমুদ্রে সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করে মৎস্য বিভাগ।