সারা বাংলা

স্বস্তিতে কর্মস্থলে ফিরছেন মানুষ

প্রিয়জনদের সঙ্গে ঈদ শেষে স্বস্তিতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক দিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন মানুষ। গেলো তিন দিন মহাসড়ক ফাঁকা থাকলেও বুধবার (১৩ জুলাই) সকাল থেকেই যানবাহনের সংখ্যা বাড়তে থাকে। তবে গাড়ির চাপ নেই।

সরেজমিনে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়, এলেঙ্গা, রাবনা বাইপাস, আশেকপুর বাইপাস, করটিয়া, মির্জাপুর বাসস্যান্ড ঘুরে এ চিত্র দেখা গেছে। তবে এসব এলাকায়  ঢাকামুখী যাত্রীদের জটলা দেখা গেছে। যানবাহন কম থাকায় দিতে হচ্ছে দ্বিগুণেরও বেশি ভাড়া।

আশেকপুর বাইপাসে কথা হয় মহাখালীগামী রাশেদ রহমানের সঙ্গে। তিনি বলেন, আগে দেড়শ টাকা ভাড়া থাকলেও ঈদ উপলক্ষে আজ আড়াইশ টাকা ভাড়া নিচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি কামনা করছি।

বাসচালক হুমায়ুন বলেন, ঢাকা থেকে খালি গাড়ি নিয়ে ফিরতে হয়। তাই একটু বেশি ভাড়া নেওয়া হচ্ছে। মহাসড়ক অনেকটা ফাঁকা থাকায় স্বাভাবিক সময়ের চেয়ে অনেক কম সময় লাগছে গন্তব্যে পৌঁছাতে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.আতাউর রহমান বলেন, মহাসড়কে এখনো যানবাহনের চাপ তেমন বাড়েনি। কিছু দূরপাল্লার যানবাহন চলাচল করছে। ঈদের চতুর্থ দিনে যে পরিমাণ যানবাহন চলাচল করার কথা, সে তুলনায় খুব কমসংখ্যক যানবাহন চলাচল করছে। এখন পর্যন্ত অনেকটা ফাঁকাই রয়েছে।

তিনি আরও বলেন, ঈদ পরবর্তী যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার থেকে যানবাহনের চাপ বাড়তে পারে বলেও জানান তিনি।