সারা বাংলা

হ‌ুমায়ূন আহমেদ স্মরণে নুহাশ পল্লীতে নানা আয়োজন

নন্দিত কথাসাহিত্যিক হ‌ুমায়ূন আহমেদের ১০ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে তার নিজ হাতে গড়া নুহাশ পল্লীতে নানা আয়োজনে  পালিত হবে দিবসটি। 

মঙ্গলবার (১৯ জুলাই) পবিত্র কুরআন খতমের মাধ্যমে কর্মসূচী পালন শুরু হবে। সকাল ১০ টায় প্রিয় লেখকের কবর জিয়ারত করবেন তার পরিবার ও ভক্তরা। 

দিনটি স্মরণ করতে ও কবর জিয়ারতের জন্য নুহাশ পল্লীতে আসবেন হ‌ুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন ও তার দুই ছেলে। জানিয়েছেন নুহাশ পল্লীর ব্যবস্থাপক সাইফুল ইসলাম বুলবুল।

বুলবুল জানান, লেখকের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সকাল থেকে কোরআন খতমের আয়োজন করা হয়েছে।  সেই সঙ্গে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।  দুপুরে এতিমদের খাওয়ানো হবে।

এ ছাড়া হিমু, মিছির আলী, রূপা কিংবা বাকের ভাই’র নন্দিত রূপকারের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন হিমু পরিবহন-গাজীপুর জেলার সদস্যরা।  

হিমু পরিবহন-গাজীপুরের জেলার সদস্য লিংকন ইসলাম বলেন, স্যারের মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন আয়োজন রয়েছে।