সারা বাংলা

দিনাজপুরে ৫ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা

দিনাজপুরে আগামী ৫দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর আবহাওয়া অফিস ইনচার্জ তোফাজ্জল হোসেন।

তোফাজ্জেল হোসেন রাইজিংবিডিকে বলেন, ‘আগামী  ২৭ বা ২৮ জুলাই মধ্যরাত থেকে দিনাজপুরসহ এর আশপাশের জেলাগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেতে পারে। ৩১ তারিখ পর্যন্ত জেলায় মাঝারি থেকে ভারী ধরণের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।