সারা বাংলা

স্বামীর সঙ্গে ঝগড়া করে গৃহবধূর আত্মহত্যা

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় প্রবাসী স্বামীর সঙ্গে মুঠোফোনে ঝগড়া করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২৭ জুলাই) সকালে লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এর আগে, গত মঙ্গলবার বিকেলে উপজেলার জয়াগ ইউনিয়নের আমকি গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া গৃহবধূর নাম মারজাহান আক্তার (২১)। তিনি একই গ্রামের গ্রামের নাকিব হোসেনের স্ত্রী।

স্থানীয়রা জানান, নিহত মারজাহানের স্বামী নাকিব হোসেন বিদেশে থাকেন। মঙ্গলবার নাকিবের সঙ্গে মোবাইলে কথা বলার সময় দুই জনের মধ্যে ঝগড়া হয়। দুপুরে মা নাছিমা আক্তার খাওয়ার জন্য মারজাহানকে ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে আশেপাশের লোকদের ডাক দেন তিনি। পরে ঘরের দরজা ভাঙা হলে জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায় মারজাহানকে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বলেন, খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করে থানায় আনা হয়। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য মারা যাওয়া নারীর লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।