সারা বাংলা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

রাস্তা মেরামতের জন্য মহাসড়কের একাংশ বন্ধ করে দেওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে কয়েক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন ওই সড়ক দিয়ে যাতায়াতকারী যাত্রী ও পরিবহন চালকরা।

বৃহস্পতিবার (২৮জুলাই) সকাল থেকে এই যানজটের সৃষ্টি হয়।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর রাস্তা মেরামতের কাজ করছে। এজন্য সড়কের একাংশ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

সড়ক বিভাগ সূত্রে জানা যায়, মহাসড়কের কুমিল্লা অংশে রাস্তার একপাশ বন্ধ রেখে মেরামত কাজ করা হচ্ছে। সড়কের এক অংশ দিয়ে দুই দিকের গাড়ি চলাচল করছে। এতে যানজটের সৃষ্টি হয়। এ ছাড়া সড়কের নিমসারে উল্টো পথে সড়ক বিভাজকের ওপর দুর্ঘটনাকবলিত একটি ট্রাক পড়ে আছে। রাস্তা বন্ধ ও সড়কে দুর্ঘটনার কারণেই যানজট ব্যাপক আকার ধারণ করেছে।

ব্যক্তিগত কাজে কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া তামিনা ইসলাম বলেন, ‘আজ (বৃহস্পতিবার) সকাল ১০টার মধ্যে আমাকে ঢাকায় পৌঁছাতে হবে। কিন্তু এই মহাসড়কে আটকে আছি। সকাল গড়িয়ে দুপুর হয়েছে তবু যানজট ছাড়ছে না।’

রয়েল কোচের যাত্রী মামুন সরকার বলেন, ‘সকাল ৮টার দিকে কুমিল্লা থেকে ঢাকার জন্য রওনা হয়েছি। এখন চান্দিনায় যানজটে আটকে আছি। গাড়ি চলছেই না, স্থির হয়ে আছে।’

ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, ‘সড়কের এক লেন বন্ধ করে মহাসড়ক মেরামতের কাজ করায় যানজট সৃষ্টি হয়েছে। এছাড়া প্রতি বৃহস্পতিবার এ সময়ে মহাসড়কে যানবাহনের চাপ থাকে। তাই সওজকে আপাতত কাজ বন্ধ রাখতে বলেছি। আমাদের দুটি টিম যানজট নিরসনে কাজ করছে।’