সারা বাংলা

এবার রাজশাহী রেলস্টেশনে ঢাবি শিক্ষার্থী রনি

রেলের অব্যবস্থাপনার প্রতিবাদে আন্দোলন শুরু করে আলোচিত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মহিউদ্দিন রনি এবার রাজশাহীতে কর্মসূচি পালন করেছেন।

শুক্রবার (২৯ জুলাই) বিকেলে রাজশাহী রেলওয়ে স্টেশনে লিফলেট বিতরণ, প্রতিবাদী গান ও পারফর্মিং আর্টের মাধ্যমে রেলের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ জানান তিনি। এ সময় পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদারের সঙ্গে তার দেখা হয়।

অসীম কুমার তালুকদার বলেন, ‘হঠাৎ করেই রনির সঙ্গে রাজশাহী রেলস্টেশনে দেখা হয়। রেলওয়ের অব্যবস্থাপনা নিয়ে তার ছয় দফা নিয়েও এ সময় আলোচনা হয়েছে। সম্মানিত যাত্রীদের স্বার্থে তার এ দাবিগুলো বিবেচনার দাবি রাখে।’

মহিউদ্দিন রনি বলেন, ‘একটা আন্দোলনের চারটি অংশ থাকে। রেলের অব্যবস্থাপনা নিয়ে আন্দোলন করতে গিয়ে সরকার আমাকে যাত্রীদের প্রতিনিধি বানিয়েছে। এখন সবাইকে নিজের অধিকার বুঝে নিতে সচেতন করার কাজ শুরু করেছি।’