সারা বাংলা

ঝিনাইদহের গ্রাম থেকে অস্ত্র-গুলি ও ফেন্সিডিলসহ আটক ২

ঝিনাইদহের মহেশপুর উপজেলার জাগুসা গ্রাম থেকে অস্ত্র, গুলি, ফেন্সিডিলসহ মিলন হোসেন (৩৪) ও ফরহাদ হোসেন (৩২) নামে দুইজনকে আটক করেছে র‌্যাব। 

মিলন হোসেন যশোর বাঘার পাড়া উপজেলার বেতাল পাড়া গ্রামের শওকত আলীর ছেলে এবং ফরহাদ হোসেন একই জেলার সদর উপজেলার রামনগর খা পাড়া গ্রামের মহব্বত আলীর ছেলে।

শুক্রবার (২৯ জুলাই) রাত ২ টার দিকে একই মোটরসাইকেল থেকে এ দুইজনকে আটক করা হয়। 

ঝিনাইদহ র‌্যাব-৬ এর কমান্ডার মেজর শরীফুল আহসান জানান, জাগুসা গ্রামে মাদক বেচকেনার জন্য এদের অবস্থানের গোপন সংবাদ র‌্যাবের টহল দল অভিযান চালায়। এ সময় যশোর থেকে আসা মোটরসাইকেলের গতিরোধ করে মিলন ও ফরহাদকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল, ১ রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন ও ৬০ বাতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। 

তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় বিস্ফোরক, হত্যা ও মাদক আইন মামলা রয়েছে। 

র ্যাব জানায়,  দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসা ও সন্ত্রাসীমূলক বিভিন্ন কর্মকান্ডের সঙ্গে জড়িত রয়েছে।