সারা বাংলা

বাসচাপায় মায়ের মৃত্যু, সংকটাপন্ন মেয়ে

মাদারীপুরের রাজৈরে বাসচাপায় নূরজাহান বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে তার শিশু সন্তান ফারহানা (২)।

শনিবার (৩০ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের আলমদস্তার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নূরজাহান বেগম মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের মজিবর হাওলাদারের স্ত্রী।

মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক রুহুল আমিন জানান, নূরজাহান বেগম সকালে তার শিশু সন্তান ফাতেমাকে নিয়ে রাস্তা পাড় হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে বরিশালগামী সাকুরা পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান নূরজাহান বেগম। আহত হয় ফাতেমা। স্থানীয়রা আহতাবস্থায় শিশুটিকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

তিনি আরও বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।’