সারা বাংলা

দাম সহনীয় রাখতে আমদানি করা হচ্ছে কাঁচা মরিচ 

দীর্ঘ ৯ মাস বন্ধের পর আবারও ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচের আমদানি শুরু হয়েছে। দুইটি ট্রাকে ১৫ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, দেশের বাজারে দাম স্বাভাবিক রাখতে কাঁচা মরিচ আমদানি করা হচ্ছে। 

শনিবার (৬ আগস্ট) দুপুর দেড়টায় কাঁচা মরিচের দুইটি ট্রাক বন্দরে প্রবেশ করে।

বিষয়টি নিশ্চিত করেন হিলি পানামা পোর্ট লিংকের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক।

তিনি রাইজিংবিডিকে বলেন, ৯ মাস পর হিলি বন্দরে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। যেহেতু এগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই পোর্ট থেকে দ্রুত খালাসের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কাঁচা মরিচ আমদানিকারক হিলি শিপিং লাইনের মালিক জামিল হোসেন চলন্ত রাইজিংবিডিকে বলেন, দেশে কাঁচা মরিচের দাম অনেক বেড়েছে। বাজারে দাম নিয়ন্ত্রণ রাখতে আমরা কাজ করছি। সরকারের কাছে কাঁচা মরিচ আমদানির জন্য আবেদন করেছিলাম। হিলি থেকে আমি ৫ মেট্রিক টন ও সততা বাণিজ্যলয় ১০ মেট্রিক টন কাঁচা মরিচের আইপি (এলসি) পেয়েছি। আশা করছি, দ্রুত দেশের বাজারে কাঁচা মরিচের দাম কমে যাবে।