সারা বাংলা

ভাসানচর থেকে পালানোর সময় ৭ রোহিঙ্গা আটক

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে পালানোর সময় ৭ রোহিঙ্গাকে আটক করেছে স্থানীয়রা। শুক্রবার (৫ আগস্ট) রাতে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর আলাউদ্দিন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক রোহিঙ্গারা হলেন—ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রের ৭০ নম্বর ক্লাস্টারের নূর বেগম (২১), খায়রুল আল-আমিন (২), সাইদুল আমিন (২৫), ৭৩ নম্বর ক্লাস্টারের এরফান উল্লাহ (২২), কুলসুম (২০), রবিউল হাসান (৩) ও নুর মোহাম্মদ (১৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, সাত রোহিঙ্গা চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে দালালের মাধ্যমে ভাসানচর থেকে পালিয়ে আসে। কিন্তু দালাল চক্র তাদের সুবর্ণচর উপজেলার চর আলাউদ্দিন এলাকায় নামিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে রোহিঙ্গারা চর আলাউদ্দিন এলাকার বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতে থাকে। স্থানীয়দের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে তারা রোহিঙ্গা বলে জানায়।

চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ বলেন, ‘সাত রোহিঙ্গাকে আটক করে থানায় নিয়ে আস হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’