সারা বাংলা

নির্মাণাধীন ভবনের পাইলিং স্ট্যান্ড ভেঙে নিহত ২

কক্সবাজারের চকরিয়ায় নির্মাণাধীন ভবনের পাইলিং স্ট্যান্ড ভেঙে ২ জন নিহত হয়েছেন। শনিবার (৬ আগস্ট) সন্ধ্যায় চকরিয়ার ফাঁসিয়াখালীতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ফাঁসিয়াখালী গাবতলী বাজার এলাকার কিসমত পাড়ার মৃত লাল মিয়ার ছেলে সোলতান আদ (৫০) ও একই এলাকার মৃত ছিদ্দিক আহমদের ছেলে আব্দু শুক্কুর (৫৫)।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘ফাঁসিয়াখালী ইউনিয়নের গাবতলী বাজারস্থ খোন্দকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের পাইলিং স্ট্যান্ড ভেঙ্গে ২ জন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’