সারা বাংলা

মাদারীপুরে হত্যা মামলার আসামিকে খুন

মাদারীপুরের রাজৈর উপজেলায় শাহীন শেখ (২৫) নামে হত্যা মামলার এক আসামির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (৭ আগষ্ট) সকালে রাজৈর উপজেলার চৌরাশি এলাকার একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা।

নিহত শাহীন শেখ বাজিতপুর গ্রামের মোস্তফা শেখের ছেলে। তিনি ওই এলাকার মুরগি ব্যবসায়ী সোহেল হাওলাদার হত্যা মামলার আসামি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বাড়িতে একাই ছিলেন শাহীন। আজ (রোববার) সকালে চৌরাশি এলাকার বাগানে শাহীনের গলাকাটা রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার পর পুরো এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 

এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানিয়েছে স্বজন ও এলাকাবাসী। 

নিহত শাহীনের চাচাতো ভাই মো. জব্বার বলেন, আমাদের প্রতিপক্ষ পূর্ব পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। তারা এর আগে শাহিনকে হত্যার হুমকি দিয়েছিলো। আমরা এর কঠিন বিচার চাই।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা জানান, প্রতিপক্ষের লোকজন নিজেরাই এই ঘটনা ঘটিয়েছে কিনা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। তাছাড়া জিজ্ঞাসাবাদের জন্য মাইনউদ্দিন হাওলাদার (৪৫) নামে একজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় প্রকৃত দোষীদের খুঁজে বের করা হবে।