সারা বাংলা

স্ত্রীর মাথা ন্যাড়া করে নির্যাতন, গ্রেপ্তার ৩

দিনাজপুরের বিরল উপজেলায় যৌতুক দাবিতে মাথা ন্যাড়া করে এক গৃহবধূকে পাশবিক নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় ওই গৃহবধূর স্বামীসহ তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বিরল উপজেলার ১০ নম্বর রানীপুকুর ইউনিয়নের কাজিপাড়া বিলাইমারি গ্রামে এ ঘটনা ঘটে।

রোববার (৭ আগস্ট) পুলিশ আসামিদের গ্রেপ্তার করে। একই দিন তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ভুক্তভোগীর স্বামী মজিবর রহমান (৩৫), শ্বশুর আব্দুল হাসিম (৬০) এবং শাশুড়ি মনোয়ারা বেগম।

মামলা সুত্রে জানা যায়, প্রায় আট বছর আগে মজিবর রহমানের সঙ্গে বিয়ে হয় ওই গৃহবধূর। বিয়ের পর থেকেই দুই লাখ টাকা যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন করছিলেন মজিবর। গত শনিবার মধ্যরাতে যৌতুককে কেন্দ্র করে তার স্বামী মজিবর রহমান আবারো গৃহবধূকে নির্যাতন শুরু করেন। এক পর্যায়ে স্বামী, শ্বশুর ও শ্বাশুড়ি মিলে গৃহবধূর মাথার চুল কেটে ন্যাড়া করে দেন।

এ ঘটনার পরের দিন সকালে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে ভুক্তভোগী গৃহবধূ স্বামী ও শ্বশুর বাড়ির লোকদের বিরুদ্ধে থানায় মামলা করেন।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বলেন, ‘নির্যাতনের শিকার ওই গৃহবধূ বাদী হয়ে তার স্বামী শ্বশুর ও শ্বাশুড়ির বিরুদ্ধে মামলা করেছেন। আমরা আসামিদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যম কারাগারে পাঠিয়েছি।’