সারা বাংলা

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সেনা সদস্য নিহত 

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সিরাজগঞ্জে রিয়ান বাবু (২১) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার চাচাত ভাই আবু বকর সিদ্দিক (২২) গুরুতর আহত হয়েছেন। তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ-কাজীপুর আঞ্চলিক সড়কের সদর উপজেলার পিপুলবাড়িয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়ান বাবু কাজীপুর উপজেলার পলাশপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, রিয়ান বাবু সেনা সদস্য ছিলেন। তিনি যশোর সেনানিবাসে কর্মরত ছিলেন। সোমবার (৮ আগস্ট) তিনি ছুটিতে বাড়িতে আসেন। আজ দুপুরে চাচাত ভাই আবু বকর সিদ্দিককে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে পিপুলবাড়িয়া বাজারে ঘুরতে যাচ্ছিলেন। তারা পিপুলবাড়িয়া বাজারের সামনে শ্যামপুর সেতু এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

সড়ক দুর্ঘটনার পর তাদের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক রিয়ান বাবুকে মৃত ঘোষণা করেন।

আহত আবু বকর সিদ্দিক বলেন, ‘পিপুলবাড়িয়ার শ্যামপুর সেতু এলাকায় পৌঁছালে ব্যাটারিচালিত অটোভ্যান সামনে এসে পড়ে। এ সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে আমরা দুই জন আহত হই। পরে স্থানীয় লোকজন আমাদের হাসপাতালে নিয়ে আসে।’  

শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডা. শামীমুর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই রিয়ান বাবুর মৃত্যু হয়। তার মৃতদেহ হাসপাতালে রয়েছে।