সারা বাংলা

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

পবিত্র আশুরা উপলক্ষে একদিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে আবারও আমদানি-রপ্তানিসহ শুরু হয়েছে। একই সঙ্গে এই বন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রমও শুরু করা হয়েছে।

বুধবার (১০ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন হিলি পানামা পোর্ট লিংকের জনসংযোগ কর্মকর্তা সোহারব হোসেন প্রতাব মল্লিক।

হোসেন প্রতাব মল্লিক রাইজিংবিডিকে বলেন, আজ (বুধবার) সকাল থেকে ভারতীয় পণ্যবাহী ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশ করতে শুরু করেছে। ভারতীয় ট্রাকগুলোয় আসা পণ্য আনলোড করা হচ্ছে। 

হিলি ইমিগ্রেশন ওসি বদিউজ্জামান বলেন, আশুরা উপলক্ষে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো। আজও স্বাভাবিক প্রক্রিয়ায় যাত্রীরা ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াত করছেন।