সারা বাংলা

রুপাইছড়ায় রাবার বাগানের সরকারি জমি দখলের পাঁয়তারা  

হবিগঞ্জ জেলার বাহুবলে পুটিজুরী পাহাড়ি এলাকায় অবস্থিত রুপাইছড়া রাবার বাগানের সরকারী জমি দখলের পাঁয়তারা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। দখলদারেরা সেখানে এ উদ্দেশে সাইনবোর্ড স্থাপন করেছেন বলে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

সোমবার (৮ আগস্ট) বাহুবল মডেল থানায় অভিযোগটি দায়ের করেন রূপাইছড়া রাবার বাগান ব্যবস্থাপক মো. মনিরুল ইসলাম। পরে অভিযোগের তদন্তভার দেওয়া হয় পুটিজুরী তদন্ত কেন্দ্রের এসআই অলিউর রহমানকে। তিনি সরেজমিন তদন্ত করছেন বলে জানা গেছে।  

অভিযোগে উল্লেখ করা হয় ৭ আগস্ট দিবাগত রাতে রূপাইছড়া রাবার বাগানে অনধিকার প্রবেশ করে সরকারী জায়গা জবর দখলের উদ্দেশে সোনার বাংলা রাবার এন্ড ফ্রুটস প্রোডাক্ট প্রজেক্ট-এর সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে। ওই জমিতে ১১২০টি উৎপাদনশীল রাবার গাছ রয়েছে। গাছগুলো ১৯৮৩ সালে রোপণ করা। রাবার অত্যন্ত মূল্যবান অর্থকরী বনজ রাষ্ট্রীয় সম্পদ। 

এ দিকে অভিযুক্ত মো. মুদ্দত আলী জানান, অভিযোগের বিষয়ে তার জানা নেই। ওই জমি তার কেনা। বৈধ কাগজপত্রও রয়েছে। ফলে তিনি কারো জমি দখল করেননি।