সারা বাংলা

খুলনায় মৃদু ভূমিকম্প অনুভূত

খুলনার বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১১আগস্ট) বিকেল ৫টা ৩০ মিনিটে এ কম্পন অনুভূত হয়। ভূমিকম্পটি ৩ সেকেন্ড স্থায়ী ছিল। তবে এতে কোথাও কোনও ক্ষয়-ক্ষতি হয়নি।

খুলনা আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ বলেন, ‘বিকেল সাড়ে পাঁচটার দিকে খুলনার বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। যা ৩ সেকেন্ড স্থায়ী ছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৮।’

এদিকে, ভূমিকম্পের পর খুলনা নগরীতে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে।