সারা বাংলা

চট্টগ্রামে যে এলাকায় যেদিন শিল্প কারখানা বন্ধ 

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সপ্তাহের পৃথক পৃথক দিন দেশের বিভিন্ন এলাকায় জোন ভিত্তিক শিল্প কারখানা বন্ধ রাখার বিষয়ে  প্রজ্ঞাপন জারি করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। প্রজ্ঞাপনে চট্টগ্রামের যেসব শিল্পাঞ্চলে সপ্তাহের যে দিনে শিল্পকারখানা বন্ধ বা ছুটি থাকবে তা উল্লেখ কররা হয়েছে। 

বৃহস্পতিবার (১১ আগস্ট) ওই প্রজ্ঞাপন জারি করা হয়। 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, প্রতি শুক্রবার চট্টগ্রাম মহানগরের ষোলশহর, কালুরঘাট, মুরাদপুর, অক্সিজেন, মোহরা ও হাটহাজারী এলাকার শিল্প কারখানাসমূহ বন্ধ থাকবে। 

শনিবার মিরসরাইয়ের বিএসআরএম কারখানা বন্ধ থাকবে। 

রোববার চট্টগ্রামের ফৌজদারহাট, বার আউলিয়া, বাড়বকুণ্ড ও কুমিরা এলাকার শিল্প কারখানা বন্ধ থাকবে। 

সোমবার বন্ধ থাকবে মিরসরাইয়ের আবুল খায়েরের স্টিল কারখানা। 

মঙ্গলবার চট্টগ্রাম মহানগরের মনসুরাবাদ, হালিশহর, পাহাড়তলী, কাট্টলী এলাকার শিল্প কারখানা এবং বুধবার নগরের বায়েজিদ, জালালাবাদ ও খুলশী এলাকার শিল্প কারখানা বন্ধ থাকবে। 

বৃহস্পতিবার দক্ষিণ চট্টগ্রামের শিকলবাহা, সামিরপুর, জুলদাহ, ফিস হারবাল, পটিয়া ও কক্সবাজারে গড়ে ওঠা শিল্প কারখানাগুলো বন্ধ থাকবে। 

বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১১৪(২) ধারার ক্ষমতাবলে সারা দেশের শিল্প প্রতিষ্ঠানের জন্য সাপ্তাহিক বন্ধের এই দিন ধার্য করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।