সারা বাংলা

ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু

বাগেরহাটে ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নাদিম হোসেন (২৮) নামের এক রাজমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। 

শনিবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর এলাকার ব্যবসায়ী দিপঙ্করের ভবনে কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। 

এসময় মো. কামরুল (৩২) নামের আরেক রাজমিস্ত্রিও গুরুতর আহত হয়েছেন।  বাগেরহাট জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে কামরুলকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নিহত নাদিম হোসেন যাত্রাপুর এলাকার দুলাল শেখের ছেলে। তার স্ত্রী ও দুটি মেয়ে রয়েছে।

পরিবারের একমাত্র অবলম্বন হারিয়ে নিহত নাদিমের স্ত্রী ও শিশু সন্তানের কান্নায় হাসপাতাল ভারি হয়ে উঠে।  

প্রত্যক্ষদর্শী কবির হোসেন বলেন, সকাল থেকে নাদিম, কামরুলসহ আমরা চারজন যাত্রাপুর এলাকার দিপঙ্করের ভবনে কাজ করছিলাম। সাড়ে ১১টার দিকে কলাম তৈরির জন্য ফর্মা ওঠাচ্ছিলেন নাদিম হোসেন। এসময় বিদ্যুতের তারে ফর্মা লেগে নাদিম হোসেন ও কামরুল গুরুতর আহত হয়। দুজনকে দ্রুত বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক নাদিমকে মৃত ঘোষণা করেন।

বাগেরহাট জেলা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মো. গোলাম রাফি বলেন, দুপুরে বিদ্যুতায়িত দুইজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে নাদিমকে মৃত অবস্থায় আনা হয়। অন্যজন কামরুলও গুরুতর আহত। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।