সারা বাংলা

ছাত্রকে বিয়ে করা শিক্ষিকার লাশ উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য দিলেন দারোয়ান

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৪ আগস্ট) সকালে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ছাত্রকে বিয়ে করা সেই শিক্ষিকার লাশ উদ্ধার

এদিকে, এ ঘটনার পর চাঞ্চল্যকর তথ্য তথ্য দিয়েছেন ওই বাড়ির দারোয়ান নিজামুদ্দিন। তিনি বলেন, ‘শনিবার রাত ১১টার দিকে বাসায় প্রবেশ করেন খায়রুন নাহারের স্বামী মামুন। পরে রাত আড়াইটার দিকে তিনি বাসা থেকে বের হয়ে যান। এত রাতে কেন বের হচ্ছেন, জানতে চাইলে মামুন বলেন, ওষুধ কিনতে যাচ্ছি। পরে সকাল ৬টার দিকে তিনি বাসায় ফিরে আসেন।’

আরও পড়ুন: শিক্ষিকার মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী আটক

নিজামুদ্দিন আরও বলেন, ‘ভোরে মামুন রুমে ঢোকার কিছুক্ষণ পর নিচে নেমে এসে আমাকে ডাকেন। চার তলায় তাদের রুমে গিয়ে দেখি, খায়রুন নাহারের লাশ মেঝেতে পড়ে আছে। পরে মামুনকে ভেতরে রেখে বাহির থেকে তালা দিয়ে থানায় খবর দেই। পুলিশ ঘটনাস্থলে এসে জিজ্ঞাসাবাদের জন্য মামুনকে আটক করে।’

আরও পড়ুন: ফেসবুকে পরিচয় থেকে বিয়ে, শেষ হলো মৃত্যুতে

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, ‘খায়রুন নাহার ও তার স্বামী রাতে একসঙ্গেই ছিলেন। রাত ২টার দিকে কলেজ শিক্ষিকার স্বামী মামুন বাহিরে যান। পরে বাসায় ফিরে স্ত্রীকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তখন তিনি হাতের কাছে ধারালো কিছু না পেয়ে লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে ওড়না পুড়িয়ে তাকে নিচে নামান।’

আরও পড়ুন: ৬ মাস প্রেমের পর শিক্ষিকাকে বিয়ে করলেন কলেজছাত্র

পুলিশ সুপার আরও বলেন, ‘বাসার দারোয়ানও এমন তথ্য জানিয়েছেন আমাদের। তবে মামুন কেন গভীর রাতে বাহিরে গিয়েছিলেন, সেটা এখনো যানা যায়নি। মৃত খায়রুন নাহারের গলায় দাগ রয়েছে, তবে শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন নেই।’