সারা বাংলা

গাজীপুরে বগি লাইনচ্যুত: তদন্ত কমিটি গঠন

গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় ঢাকা থেকে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেসের তিনটি যাত্রীবাহী বগি লাইনচ্যুত হয়ে মাঝখানের একটি বগি উল্টে যায়। বগি লাইনচ্যুত হওয়ার ১১ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু।

এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

সোমবার (১৫ আগস্ট) সকাল ৮টা ২০মিনিটে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে চলাচল শুরু হয়েছে। এটি নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল ইসলাম। 

রেজাউল ইসলাম জানান, মিটারগেজে ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে ঢাকা উত্তরবঙ্গের ব্রডগেজে কাজ এখনো চলমান রয়েছে। খুব দ্রুত কাজ শেষ হবে।

ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার মো. সফিকুর রহমান জানান, ঢাকা বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. খায়রুল কবিরকে প্রধান করে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদনে জমা দেওয়ার কথা বলা হয়েছে। 

উল্লেখ্য, রোববার (১৪ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে মহানগরীর ধীরাশ্রম রেল স্টেশন অতিক্রম করার পরপরই এ দুর্ঘটনা ঘটে। এরপর রাত ১২ টার দিকে রিলিফ ট্রেন উদ্ধার কার্যক্রম শুরু করে। এ ঘটনায় আহত হয়েছে ১২ জন।