সারা বাংলা

যশোর সীমান্ত থেকে ১৬ স্বর্ণের বারসহ আটক ১ 

যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত থেকে ১ কেজি ৮৪৬ গ্রাম ওজনের ১৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। এসময় জনি (৪০) নামের এক স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়।

বুধবার (১৭ আগষ্ট) সকাল ৯টার দিকে এসব স্বর্ণ উদ্ধার হয়।

আটক জনি বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।

খুলনা ২১ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে: কর্নেল তানভীর রহমান বলেন, গোগা সীমান্ত দিয়ে স্বর্ণের চালান পাচার হবে এমন খবর আসে। এরপরই গোগা ক্যাম্পের বিজিবি সদস্যরা টহল বৃ্দ্ধি করে। একই সঙ্গে বিজিবি সদস্যরা ছোট আঁচড়া গ্রামের ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় এলাকায় অভিযান চালায়। এসময় একজনকে আটক করা হয়। পরে তার শরীরের বিশেষ ব্যবস্থায় লুকিয়ে রাখা ১৬ পিস স্বর্ণেরবার জব্দ করা হয়। যার ওজন ১ কেজি ৮৪৬ গ্রাম। এসব স্বর্ণের অনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ৫৩ লাখ টাকা। জব্দকৃত আলামতসহ আটক আসামি জনিকে শার্শা থানায় সোপার্দ করা হয়েছে।